ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঈদে টানা দুই দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল

২০২৪ এপ্রিল ০৮ ০৯:২০:৫৮
ঈদে টানা দুই দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : সাধারণত শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকে। জানা গেছে, এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিতে টানা দুই দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল।

আর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল চালাবে না। ফলে আগামী বৃহস্পতিবার ঈদ অনুষ্ঠিত হলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

পবিত্র রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে আগামী বুধবার। তবে রমজান ৩০ দিনে হলে ঈদ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এবার ৩০টি রোজা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বৃহস্পতিবার ঈদ ধরেই অফিস-আদালত ছুটি ঘোষণা করেছে সরকার।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থাটির নিজস্ব কর্মীদের দিয়ে মেট্রোরেল চালানো হচ্ছে। স্বাভাবিকের চেয়ে তাদের কর্মীর সংখ্যা কম। ফলে ঈদের দিন মেট্রোরেল চালু রাখলে প্রায় সবাইকে ঈদ বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকতে হবে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ঈদের দিন বিকেলের আগে যাত্রীর চাহিদা খুবই সামান্য থাকার কথা। ফলে বর্তমান সূচি অনুযায়ী বিকেলের আগপর্যন্ত একশর বেশি ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝাও বাড়বে।

ঈদের পরদিন শুক্রবার হলে জুমার আগপর্যন্ত মানুষ খুব একটা বের হবে না। ফলে রাস্তা ফাঁকা থাকা থাকবে। মেট্রোরেলে যাত্রীও পাওয়া যাবে না। তাই বিকেলের কিছু যাত্রীর জন্য সাপ্তাহিক ছুটি বাদ দিতে চাইছে না কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে