ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশে খুনের ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

২০২৪ এপ্রিল ০৫ ২২:৪০:৩৩
বাংলাদেশে খুনের ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

প্রবাস ডেস্ক : বাংলাদেশে ২০২১ সালে একজনকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটন শহর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের প্রধান প্রিন্সিপাল ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি বলেছেন, অভিযুক্ত একজন মার্কিন নাগরিক। নিহত ব্যক্তি ও অভিযুক্ত উভয়েই বাংলাদেশি।

আদালতের নথি অনুসারে, ২০২১ সালের ১১ জুন নিউইয়র্কের ব্রঙ্কসের গ্যানেট রোজারিও (৫২) বাংলাদেশে অবস্থানরত মাইকেল রোজারিওকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডে গ্যানেট রোজারি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলেছেন, মার্কিন নাগরিক গ্যানেট রোজারিওর বিরুদ্ধে বাংলাদেশে আরেক মার্কিন নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে।

এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মেহতাব সৈয়দ বলেছেন, এফবিআই বিদেশী অপরাধের তদন্তে উল্লেখযোগ্য সম্পদ ব্যয় করে যা মার্কিন স্বার্থকে প্রভাবিত করে এবং আমেরিকান নাগরিকদের প্রভাবিত করে।

যারা বিদেশে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করে তাদের এফবিআই-এর অতিরিক্ত-বিভাগীয় তদন্তের মাধ্যমে জবাবদিহি করা হবে।

এফবিআই নিউইয়র্ক ফিল্ড অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন চার্জ জেমস এইচ স্মিথ বলেন, গ্যানেট রোজারিও বাংলাদেশে মার্কিন নাগরিক মাইকেল রোজারিওকে পূর্বপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

গ্যানেট রোজারিওকে বৃহস্পতিবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে আদালতে হাজির করা হয়।

গ্যানেট রোজারিওর বিরুদ্ধে বিদেশের মাটিতে একজন মার্কিন নাগরিককে হত্যা, সহিংসতার অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বহন করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এফবিআই লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক ফিল্ড অফিস যৌথভাবে মামলাটি তদন্ত করছে।

ক্রিমিনাল ডিভিশনের হিউম্যান রাইটস অ্যান্ড স্পেশাল প্রসিকিউশনস সেকশনের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ফ্রাঙ্ক রেঙ্গোসিস এবং নিউইয়র্কের দক্ষিণ জেলার সহকারী মার্কিন অ্যাটর্নি ক্রিস্টি স্লাভিক মামলাটির বিচার করছেন।

শেয়ারনিউজ, ০৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে