ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সস্ত্রীক জামিন পেলেন চেয়ারম্যান

২০২৪ এপ্রিল ০৫ ২০:৩৮:৫৪
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সস্ত্রীক জামিন পেলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার স্ত্রী শিক্ষিক শাম্মী আক্তার জামিন পেয়েছেন। আতা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল-আলম হানিফের চাচাতো ভাই।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে হাজির হয়ে আবেদন করলে তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারক রুহুল আমিন।

দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন মামলার আসামি সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তাঁর স্ত্রী শাম্মী আক্তার আজ সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে তাদের জামিন দেন।

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ তাদের পক্ষে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, শুনানি শেষে বিচারক দু’জনকে জামিন দিয়েছেন। আদালতে প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।

গত ১২ মার্চ ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার স্ত্রী শাম্মী আক্তারের নামে মামলা করে দুদক। একই মামলায় অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে আসামি হন আতা। দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।

শেয়ারনিউজ, ০৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে