ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতালির স্পন্সর ভিসার অনুমতিপত্র ভুয়া নয়তো?

২০২৪ এপ্রিল ০৫ ১৬:৫০:০৫
ইতালির স্পন্সর ভিসার অনুমতিপত্র ভুয়া নয়তো?

প্রবাস ডেস্ক : ইউরোপের বৃহত্তর ইউরেশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিমের উপদ্বীপটি নিয়ে গঠিত ইতালি। দেশটির যাওয়া বাংলাদেশসহ অনেক দেশের নাগরীকেরই স্বপ্ন। সেই লক্ষ্যে প্রতিবছর ইতালির নিয়োগ পেলেন আবেদন করেন লাখ লাখ শ্রমিক।

সম্প্রতি ইতালির স্পন্সর ভিসার অনুমতিপত্র ছেড়েছে। এই সুযোগে ভুয়া অনুমতিপত্র দিয়ে একদল দালাল চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব দালালের ফাঁদে পড়ে অনেকেই হারাচ্ছেন জীবনের শেষ সম্বল।

এদিকে, ২০২৪ সালের কোটায় এক লাখ ৫১ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ৭ লাখ।

ইতালির সরকার দেশটির শ্রমিক সংকট নিরসনে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে নন ইউরোপিয়ান ৩৩টি দেশ থেকে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নেয়।

এ লক্ষ্যে গেল ডিসেম্বরের ক্লিক ডে’তে আবেদনকারীদের মধ্যে অনেকেই ভিসার অনুমতিপত্র পেতে শুরু করেছেন।

তবে এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্রগুলো। অভিযোগ উঠছে, এই সুযোগে কাজে লাগিয়ে আগের মতোই ভিসার ভুয়া অনুমতিপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। ভিসার ভুয়া অনুমতিপত্রের বেশ কয়েকটি কপিও প্রকাশ পেয়েছে। এমন পরিস্থিতিতে অনুমতিপত্র যাচাই-বাছাই এবং লেনদেনের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছেন কমিউনিটির নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তিন ক্যাটাগরিতে গত ১৮, ২১ এবং ২৫ মার্চ তিনটি ক্লিক ডে’তে প্রায় ৭ লাখ আবেদন জমা পড়েছে।

এর মধ্যে ১৮ মার্চ ২ লাখ ৪৩ হাজার ৮৮৩ জন, ২১ মার্চ ১ লাখ ১২ হাজার ৪৪০ জন এবং ২৫ মার্চ সর্বাধিক ৩ লাখ ৩২ হাজার ৭২৪ জন আবেদন করেন।

চলমান ২০২৪ সালে ইউরোপের এই দেশটি দুই ধাপে ১ লাখ ৫১ হাজার এবং ১ লাখ ৩৬ হাজার শ্রমিক নেবে।

শেয়ারনিউজ, ০৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে