ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রবাসীরা বিয়ে করছেন বিদেশিদের, সাবধান করলো ইমিগ্রেশন

২০২৪ এপ্রিল ০৩ ২৩:৩৯:৪৫
প্রবাসীরা বিয়ে করছেন বিদেশিদের, সাবধান করলো ইমিগ্রেশন

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে জালিয়াতির মাধ্যমে স্থানীয় নারীদের শোষণ করছেন বিদেশিরা। এই দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের বক্তব্য, বিদেশি পুরুষরা ইচ্ছা করে বয়স্ক ব্যক্তি সহ স্থানীয় নারীদের এবং শুধুমাত্র তাদের ব্যক্তিগত লাভের আশায় বিয়ে করছেন।

রাষ্ট্রীয় অভিবাসন পরিচালক আজহার আবদ হামিদ সোমবার এক বিবৃতিতে বলেছেন, সরকারি সুবিধা এবং ব্যবসায়িক লাইসেন্স পেতে বিদেশীরা প্রায়ই স্থানীয় মহিলাদের বিয়ে করে।

বিয়ের পর দায়িত্বে অবহেলা এবং স্ত্রীর নামে কাঙ্খিত সুবিধা পেয়ে আলাদা বসবাস করা।

এই বছরের জানুয়ারী থেকে, তেরেঙ্গানুতে স্থানীয় মহিলা এবং বিদেশীদের মধ্যে 61টি নতুন বিবাহ নিবন্ধিত হয়েছে এবং 192 দম্পতি তাদের সামাজিক ভিজিট পাস পুনর্নবীকরণ করেছে৷ আজহার বলেন, ২০২২ সালে মোট ২৪৩টি নতুন বিয়ের রেকর্ড করা হয়। আর ২০২৩ সালে বিদেশিদের সঙ্গে রেকর্ড করা হয়েছে মোট ৯২৫টি বিবাহ।

তবে, মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ বলেছেন, মালয়েশিয়ায় অস্থায়ী ওয়ার্ক পারমিট সহ বিদেশী কর্মীদের স্থানীয় নাগরিকদের বিয়ে করা অভিবাসন আইন দ্বারা নিষিদ্ধ।

এই আইন মেনে চলতে ব্যর্থ হলে তাদের ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং দেশ থেকে বিতাড়ন করা হবে।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে