ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আমিরাতে কুলাউড়া এসোসিয়েশনের ইফতার সম্পন্ন

২০২৪ মার্চ ৩১ ১১:৫১:১৭
আমিরাতে কুলাউড়া এসোসিয়েশনের ইফতার সম্পন্ন

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) শারজাহ্ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ছালেহ্ উদ্দিন।

এসোসিয়েশন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এম. নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কাউন্সিলর ও দূতালয়র প্রধান আশফাক হোসেইন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউ এ ই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব বদরুল ইসলাম চৌধুরী সি আই পি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হারুনুর রসিদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সভাপতি মো. গুলজার খাঁন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল হামিদ বদরুল।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল জালাল বুরহান, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জি এম জায়গীরদার ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউ এ ই কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ছালেক মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল আহাদ, সাবেক সহ সভাপতি মো. মিনার মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আসলাম আমীর আলী, সাবেক সহ অর্থ সম্পাদক রুবেল হোসাইন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো মাসুক মিয়া, সাবেক দপ্তর সম্পাদক মো. আবু সুফিয়ান।

আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া সম্পাদক মালেক আহমদ চৌধুরী, সাবেক সদস্য মুকিত আহমদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইয়াকুব আহমদ, সজল আহমদ, প্রিন্স মাহমুদ সাকিব, কমলগঞ্জ সমিতির সভাপতি সুহেল আহমদ, কানাইঘাট প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এনাম, কমিউনিটি নেতা মো. জিতু মিয়া, রুবেল হোসাইন, লিমন আহমদ, কামাল আহমদ সুমন প্রমুখ। পবিত্র কোরআনে পাক থেকে তেলায়াত করেন মীর্জা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় দেড় শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ারনিউজ, ৩১ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে