ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ঘড়ির কাটা পরিবর্তন করে এক ঘণ্টা সামনে এগোবে ইতালি

২০২৪ মার্চ ৩১ ১১:১৮:২৩
ঘড়ির কাটা পরিবর্তন করে এক ঘণ্টা সামনে এগোবে ইতালি

প্রবাস ডেস্ক : ইতালিতে বছরে দুইবার দিবালোক সঞ্চয়ের ফলে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

সেই ধারাবাহিকতায় এবারও ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন করবে।

স্থানীয় সময় ৩১ মার্চ রাত ১২ টার পর সময়ের এই পরিবর্তন করা হবে।

বছরে যে দুবার ঘড়ির কাটা পরিবর্তন করা হয়, তার একবার সামনে আরেকবার পেছনে।

এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ রাত ১২টার পর আরেকবার সময়ের পরিবর্তন করা হবে।

স্থানীয় সময় যখন রাত ২টা তখন ঘড়িতে রাত হবে ৩টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

ডিএসটি সময়ের পরিবর্তন ইউরোপের কয়েকটি দেশসহ আরও কয়েকটি দেশে হয়ে থাকে।

জার্মানিতে ৩১ এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।

এদিকে ইতালির সময়ের পরিবর্তনের ফলে ৩১ মার্চ রাত ৩টার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা।

এর আগে ইতালির সঙ্গে বাংলাদেশেল ব্যবধান ছিল পাঁচ ঘণ্টা।

শেয়ারনিউজ, ৩১ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে