ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সিডনিতে নৃত্যাঞ্জলির আয়োজনে হোলি উৎসব

২০২৪ মার্চ ২৮ ১৪:৫৯:১৬
সিডনিতে নৃত্যাঞ্জলির আয়োজনে হোলি উৎসব

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার সিডনিতে জাকজমকপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকালে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির আয়োজনে বণ্যাঢ্য আয়োজনে এই হোলি খেলা অনুষ্ঠিত হয়।

‘নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি’র কর্ণধার রাজেশ ও মৌসুমী শাহা দীর্ঘদিন ধরে এই উৎসবটি পালন করে আসছেন। জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সবাই এ উৎসবে শামিল হয়।

রমজান মাসে এই উৎসবটি হওয়ায় ইফতার ও হোলি অনুষ্ঠানকে একত্রে মিশিয়ে অনন্য বাঙালি সংস্কৃতির নতুন ধারা শুরু করেছে নৃতাঞ্জলি ড্যান্স একাডেমি।

রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। এতে গান পরিবেশনা করেন সিডনির প্রখ্যাত শিল্পীরা।

শিল্পীদের মধ্যে ছিলেন- অনুলেখা পন্ডিত, ঝুটন আচার্জ, নিলুফা ইয়াসমিন, রিমা শেখ, রাজেশ শাহা ও মেহেদী হাসান।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে