ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

নায়িকা পূজা চেরির মা আর নেই

২০২৪ মার্চ ২৪ ১২:৩৭:২৪
নায়িকা পূজা চেরির মা আর নেই

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। রোববার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে মিরপুরের নিজবাসায় মারা যান তিনি।

বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা। চিত্রনায়িকার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি জানান, ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ডায়াবেটিসের রোগী তিনি। কয়েক সপ্তহ আগে তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় আনা হয়। আজ হুট করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি।

এদিকে, মা ঝর্ণা রায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পূজা চেরী। ক্যারিয়ারের শুরুতে মা ঝর্ণা রায়ের সমর্থন পেয়েছিলেন পূজা। বিভিন্ন ইন্টারভিউয়ে পূজা বলেছিলেন, তার মায়ের সাপোর্ট না থাকলে তিনি নায়িকা হতে পারতেন না।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে