ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রবাসে কপাল পুড়ছে বাংলাদেশিদের

২০২৪ মার্চ ২৩ ২২:০১:৩২
প্রবাসে কপাল পুড়ছে বাংলাদেশিদের

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার জোহর বাহরু ইমিগ্রেশন বিভাগ বিভিন্ন অপরাধে বন্দি আরও ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ।

মঙ্গলবার (১৯ মার্চ) জোহর বাহরু রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কেএলআইএ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, এসব বন্দিকে বিভিন্ন অপরাধের সাজা শেষে আকাশপথে তাদের নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়শিয়া ইমিগ্রেশন তাদের কালো তালিকাভুক্ত করেছে এবং অপরাধের ওপর নির্ভর করে ৫ বছর বা চিরতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে চলতি মাসে কার্যকর করা অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নথিবিহীন আড়াই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

গত ১লা মার্চ দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে।

সবমিলিয়ে কর্মসূচির আওতায় গত ২০ দিনে ১১ হাজার ৯৪৩ জন অবৈধ প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি আছেন ২ হাজার ৫৩০ জন।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে