ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিড়াল হারিয়ে থানায় জিডি আসিফের

২০২৪ মার্চ ২৩ ১৪:৩৯:৫২
বিড়াল হারিয়ে থানায় জিডি আসিফের

নিজস্ব প্রতিবেদক : নন্দিত কণ্ঠশিল্পী আসিফ আকবর কিছুদিন আগে নতুন বাসায় উঠেছেন। কিন্তু নতুন বাসায় এসেই বিরহের ধাক্কা খেলেন। এখানে এসে আদরের বিড়াল পুম্বাকে তিনি হারিয়ে ফেলেছেন।

এরপর পোষ্য পুম্বাকে হারিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই গায়ক। চার বছর ধরে তার ছোট ছেলে রুদ্র শখের বশে বিড়ালটি পালন করছে। কিন্তু নতুন ফ্ল্যাটে উঠার পরই বিড়ালটি হারিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে বাধ্য হয়ে রমনা থানায় জিডি করেছেন বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

আসিফ বলেন, নতুন বাসায় উঠার দুই দিনের মাথায় পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। এখনও তার খোঁজ পাইনি। দেশী হলেও পুম্বা সাইজে দেশী বিড়ালের মত ছোট নয়। তার স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটোই দেখার মত। বাধ্য হয়ে রমনা থানায় জিডি করেছি।

এই গায়ক জানান, তিনি যেখানে উঠেছেন, সেখানে প্রায় আড়াইশো ফ্ল্যাট। সব জায়গায় খোঁজা সম্ভব নয়, হয়তো কোনো বাসায় ঢুকে আছে, যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন।

তিনি জানান, সিসি ক্যামেরায় পুম্বার সাহায্য নেওয়া হচ্ছে। আশা করি পেয়ে যাব। তবে কেউ নিজের মনে করে নিয়ে থাকলে দিয়ে দিন। বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে।

আসিফ আরও বলেন, আমার ছোট ছেলে রুদ্র বৃষ্টিতে ভিজে একটি বিড়ালছানা বাড়িতে এনে আশ্রয় দেয়। কিন্তু শিশু বিড়ালটি নিউমোনিয়ায় মারা যায়। ছেলের খুব মন খারাপ হলে কাজের মেয়ে রেললাইনের পাশ থেকে আরেকটি বিড়ালছানা নিয়ে আসে। নাম রাখে পুম্বা। এরপর থেকে বিড়ালটি সবার প্রিয় হয়ে ওঠে।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে