ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সিডনিতে ক্যাম্পবেলটাউন কাউন্সিলের উদ্যোগে রমজান নাইট ২২ ও ২৩ মার্চ

২০২৪ মার্চ ১৪ ১৫:৪০:৪০
সিডনিতে ক্যাম্পবেলটাউন কাউন্সিলের উদ্যোগে রমজান নাইট ২২ ও ২৩ মার্চ

প্রবাস ডেস্ক : দ্বিতীয়বারের মতো রমজান নাইট উৎসবের আয়োজন করবে সিডনিতে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল। আগামী ২২ (শুক্রবার) ও ২৩ মার্চ (শনিবার) এই উৎসবের আয়োজন করা হবে।

ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকল সংস্কৃতির মানুষের মিলিত হওয়ার পাশাপাশি ইসলামী ঐতিহ্যের সমৃদ্ধির জন্য এই উদ্যোগ চমৎকার সুযোগ এনে দেবে। এই আয়োজনে ক্যাম্পবেলটাউনের লিথগো স্ট্রিটে বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সম্পূর্ণ রাস্তা জুড়ে থাকবে স্থানীয় বিভিন্ন দেশীয় স্বাদের মজাদার হালাল খাবারের দোকান এবং ফুড ট্রাক। মুসলিম পুরুষ ও নারীদের জন্য থাকবে পৃথক পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা।

রমজান নাইটে মুসলমানদের এই মিলন মেলায় সবাইকে একত্রে পরিবার ও বন্ধু-বান্ধবসহ মিলিত হওয়ার অপেক্ষায় আছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রিস।

পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ হতে পারে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে ডেপুটি মেয়র ও কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ বলেন, ‘আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য কাউন্সিল আয়োজিত রমজান নাইট প্রত্যেকের জন্য ইসলাম সম্পর্কে জানার এবং উদযাপন করার একটি চমৎকার সুযোগ বয়ে আনার পাশাপাশি বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে।’

তিনি বলেন, ‘রমজান নাইট সকল সংস্কৃতির মানুষের মিলিত হওয়ার পাশাপাশি ইসলামী ঐতিহ্যের সমৃদ্ধির জন্য তাদের এই উদ্যোগ চমৎকার সুযোগ এনে দিয়েছে।’

শেয়ারনিউজ, ১৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে