ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাপার রওশনপন্থীদের কমিটি ঘোষণা, কে কোন পদে

২০২৪ মার্চ ০৯ ১৮:২৮:৩৭
জাপার রওশনপন্থীদের কমিটি ঘোষণা, কে কোন পদে

নিজস্ব প্রতিবেদক : হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির (রওশনপন্থী) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছরের জন্য জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। সেই সঙ্গে দলটির মহাসচিব হয়েছেন কাজী মামুনুর রশীদ।

শনিবার (০৯ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে নির্বাহী চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ রশিদ, সিনিয়র কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

এ ছাড়া রওশনপন্থী জাপার কো চেয়ারম্যান হয়েছেন সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন, সুনীল শুভ রায়।

সম্মেলনে রওশন এরশাদ বলেন, এরশাদের জাতীয় পার্টিতে কোন বিভেদ নাই, রাজনীতিতে সুস্থ ধারা বজায় রাখতে দলটির বিকল্প নেই। জাতীয় সম্মেলন না হলে দলটি হারিয়ে যেতো। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে টিকে আছে নেতা–কর্মীরা।

এর আগে, গত ২৮ জানুয়ারি জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। এর কিছুদিন পর দলের জাতীয় সম্মেলনের কথা ঘোষণা করা হয়।

শেয়ারনিউজ, ০৯ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে