ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অভিবাসীদের জন্য দুঃসংবাদ দিল ফিনল্যান্ড

২০২৪ মার্চ ০৮ ১৪:৫৫:০৬
অভিবাসীদের জন্য দুঃসংবাদ দিল ফিনল্যান্ড

প্রবাস ডেস্ক : অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার ক্ষেত্রে দুঃসংবাদ দিল ফিনল্যান্ডে। দেশটি অভিবাসীদের শর্তগুলো আগের চেয়ে কঠিন করতে যাচ্ছে৷

ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এজন্য বেশ কিছু উদ্যোগ নেয়া হচ্ছে৷

সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের শর্তগুলো কঠোর করার একটি প্রকল্প তৈরি করেছে ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

আগামী বছরের প্রথমার্ধে প্রস্তাবটি পার্লামেন্টে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে স্বরাস্ট্র মন্ত্রণালয়।

অভিবাসীদের ফিনিশ সমাজের নিয়ম কানুন অনুসরণে উদ্বুদ্ধ করা, কাজে সম্পৃক্ত করা এবং ভাষা শেখানো এই কর্মপরিকল্পনার লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়৷

এটি চূড়ান্ত হলে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে সফল ইন্টেগ্রেশনের (বিদেশিদেরকে স্থানীয় সমাজে একিভূতকরণের কর্মসূচি) প্রয়োজন হবে৷

ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের জন্য যেসব শর্ত থাকবে

বর্তমানে দেশটিতে চার বছর বসবাসের পর অভিবাসীরা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন৷ নতুন পরিকল্পনায় তা ছয় বছর করার কথা বলা হয়েছে৷

ভবিষ্যতে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে ফিনিশ অথবা সুইডিশ ভাষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রমাণ দিতে হবে৷ সেই সঙ্গে ন্যূনতম দুই বছর ফিনল্যান্ডে কাজ করতে হবে৷

যারা দীর্ঘ সময় ধরে বেকারত্ব বা সামাজিক সহায়তা ভাতা নিয়েছেন তারা স্থায়ী বসবাসের অনুমতির জন্য বিবেচিত হবেন না৷ সেই সঙ্গে ইন্টেগ্রিটির অন্য শর্তগুলোও কঠোর করা হবে৷

পাশাপাশি আবেদনকারীর পরিচয় শনাক্ত হতে হবে এবং এইজন্য কর্তপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে আইনে৷

তবে কিছু ক্ষেত্রে ছয় বছরের বসবাসের সময়সীমার শর্তটি শিথিল করার কথা বলা হয়েছে৷ কারো মাসিক আয় ৪০ হাজার ইউরো হলে, মাস্টার্স ডিগ্রি শেষ করলে বা ফিনল্যান্ডে তা স্বীকৃত হলে, বেকার বা সামাজিক ভাতার সুবিধা না নিয়ে দুই বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করলে চার বছর থাকার পরই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করা যাবে৷

ফিনিশ বা সুইডিশ ভাষায় ভালো দক্ষতা এবং তিন বছর টানা কাজের প্রমাণ থাকলেও ছয় বছর বসবাসের বাধ্যবাধকতা থাকবে না৷

তবে এক্ষেত্রেও আবেদনকারী স্বল্প সময় ব্যতিত বেকারত্ব বা সামাজিক ভাতার সুবিধপ্রাপ্ত হলে আবেদনের যোগ্য হবেন না৷

ফিনল্যান্ডে কঠোর হচ্ছে বসবাসের নিয়মওবসবাসের অনুমতি সংক্রান্ত আইন সংস্কারেরও উদ্যোগ নিয়েছে ফিনিশ সরকার৷ সম্প্রতি এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ প্রস্তাবিত আইন অনুযায়ী, আশ্রয় আবেদনকারীরা তাদের আবেদনের প্রক্রিয়া চলাকালে কাজের অনুমতি পাবেন না৷ এ সময় তারা পড়াশোনাভিত্তিক বসবাসের অনুমতির জন্যও বিবেচিত হবেন না৷

বাতিল হওয়া আশ্রয় আবেদনকারীদের দ্রুত প্রত্যাবাসন করাও এই আইন সংস্কারের অন্যতম লক্ষ বলে বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ আইনে বসবাসের অনুমতির জন্য আবেদনকারীর পরিচয় শনাক্তের উপর জোর দেয়া হয়েছে৷

বর্তমান আইন অনুযায়ী, কিছু ক্ষেত্রে পাসপোর্ট না থাকলেও তাকে বসবাসের অনুমতি দেয়া হয়৷ খসড়া আইনে এক্ষেত্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার আগে পাসপোর্ট সংগ্রহ বা তার জন্য প্রচেষ্টার প্রমাণ দিতে হবে৷ সেই সঙ্গে বিকল্প পরিচয়পত্রও জমা দিতে হবে৷

শেঙেনভুক্ত কোনো দেশ থেকে আশ্রয় আবেদন বাতিল হওয়া কেউ ফিনল্যান্ডে প্রবেশ করলে বায়োমেট্রিক ডেটার ভিত্তিতে তা শনাক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে খসড়া আইনে৷

শেয়ারনিউজ, ০৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে