ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪ হাজারের বেশি অভিবাসী আটক

২০২৪ জানুয়ারি ২৪ ১৭:৪৪:৪৬
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪ হাজারের বেশি অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের প্রথম ১৮ দিনে মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৪ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী পৃথক ৮৭০টি অভিযানে ৯ হাজার ১৬৯ অভিবাসী শ্রমিকের কাগজপত্র ও ডকুমেন্টস চেক করা হয়েছে। এর মধ্যে বৈধ কাজপত্র না থাকায় ৪ হাজার ২৬ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

দাতুক রুসলিন জুসোহ বলেন, এছাড়া এক হাজার ৪৯৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ৪২ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি মাসে ১৮ দিনের বিশেষ অভিযানের মধ্যে অন্যতম ছিল রাজধানী কুয়ালালামপুরের ‘মিনি ঢাকা খ্যাত’ কোতারায়া বাংলা মার্কেটে। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশিসহ সহস্রাধিক অভিবাসীকে আটক করা হয়।

জানা যায়, বৈধ ডকুমেন্টস থাকায় অধিকাংশই ছাড়া পেয়েছেন। আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বুকিত জলিল ও সেমুনিয়া ইমিগ্রেশন সেন্টারে রাখা হয়েছিল।

শেয়ারনিউজ, ২৪ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে