ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

রিং সাইনের ন্যায় এশিয়াটিকেও ভূয়া শেয়ার মানি ডিপোজিট

২০২৪ জানুয়ারি ১৪ ১০:৩৩:৫৩
রিং সাইনের ন্যায় এশিয়াটিকেও ভূয়া শেয়ার মানি ডিপোজিট

রিং সাইনের ন্যায় এশিয়াটিক ল্যাবরেটরিজেও আইপিওতে আসার আগে ছিল বিতর্কিত বড় ধরনের শেয়ার মানি ডিপোজিট। যেগুলোকে আইপিওতে আবেদনের আগে শেয়ারে রুপান্তর করা হয়েছে। যেমনটি করা হয়েছিল রিং সাইনের ক্ষেত্রে। কিন্তু প্রকৃতপক্ষে শেয়ার মানি ডিপোজিটবাবদ অর্ধেকের বেশি টাকা জমা দেওয়া হয়নি। এক্ষেত্রে বিক্রির টাকা বা অন্যকোন কারনে কোম্পানিতে ঢুকা অর্থকে শেয়ার মানি ডিপোজিট হিসেবে দেখানো হয়েছিল। যার প্রকৃত ঘটনা এখন বেরিয়ে এসেছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজে ৯৪ লাখ টাকার পরিশোধিত মূলধনকে ৮০.৪১ কোটি টাকার শেয়ার মানি ডিপোজিটকে শেয়ারে রুপান্তরের মাধ্যমে ২০১৯ সালে ৮১.৩৫ কোটি টাকা করা হয়। এর উপরে ৬.৫০ কোটি টাকার বোনাস শেয়ার দিয়ে পরিশোধিত মূলধন করা হয়েছে ৮৭.৮৫ কোটি টাকা।

ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) তদন্তেও এশিয়াটিক ল্যাবরেটরিজে শেয়ার মানি ডিপোজিট নিয়ে অনিয়ম হয়েছে বলে তথ্য বেরিয়ে আসে। এফআরসির তদন্তে কোম্পানিটির সম্পদ অতিমূল্যায়িতসহ আর্থিক হিসাবে নানা অনিয়ম পাওয়া গেছে। কোম্পানি কর্তৃপক্ষ সম্পদ বাড়িয়ে দেখানোর জন্য মিথ্যা তথ্য দিয়েছে। এছাড়া কোম্পানির চলতি সম্পদ, আয়, মুনাফা ও শেয়ার মানি ডিপোজিট নিয়ে অসঙ্গতি পেয়েছে। যা বিএসইসিকে অবহিত করে।

এই কোম্পানির বিষয়ে বিএসইসিরই ক্যাপিটাল ইস্যু বিভাগের এক কর্মকর্তা বলেন, এশিয়াটিকের আইপিও অনুমোদন পাওয়ার যোগ্যতা নেই। কোম্পানিটির অনেক সম্পদ দেখিয়ে বাজারে আসছে। কিন্তু ওই সম্পদের তুলনায় রিটার্ন খুবই দূর্বল।

এশিয়াটিক ল্যাবরেটরিজ সংক্রান্ত আরও খবর

ঘুষ দিয়ে আইপিও বাগিয়ে নেওয়া এশিয়াটিকের কৃত্রিম মুনাফা

ঘুষ দিয়ে আইপিও বাগিয়ে নেওয়া এশিয়াটিকের ভূয়া জমি উন্নয়ন সম্পদ

এশিয়াটিকের অবাস্তব ভবন নির্মাণ ব্যয়ের মাধ্যমে ৪৫ কোটি টাকার ভূয়া সম্পদ

এশিয়াটিকের জরিমানা আইওয়াশ

অবৈধ পথে টিকে গেল অনিয়মে ভরা এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে