ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

চায়নিজ নিউ ইয়ার উপলক্ষে মালয়েশিয়ায় কালচারাল নাইট

২০২৪ জানুয়ারি ০৯ ০৭:০২:১৩
চায়নিজ নিউ ইয়ার উপলক্ষে মালয়েশিয়ায় কালচারাল নাইট

পরবাস ডেস্ক : চায়নিজ নিউ ইয়ার উপলক্ষে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেমস কালচারাল নাইট ২০২৪।

মালয়েশিয়ার স্থানীয় প্রতিষ্ঠান এম আর এস ইভেন্ট ম্যানেজম্যান্ট এর আয়োজনে আগামী ১০ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের সুঙ্গাই বেসি কেএল ব্যাস অডিটোরিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (০৭ জানুয়ারি) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন এম আর এস ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানির ম্যানেজার এস পি সাসিধারান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চায়নিজ নিউ ইয়ার উপলক্ষে এম আর এস ইভেন্ট ম্যানেজম্যান্ট একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন।

তিনি জানান, ‘কালচারাল নাইটে আমরা প্রায় দশ হাজার বাংলাদেশির উপস্থিতি প্রত্যাশা করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানির কর্মকর্তা মুহাম্মদ ফুয়াদ এবং বাংলাদেশি মোহাম্মদ আশিক।

য়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে