ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

মোট ভোটকেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ: ইসি

২০২৪ জানুয়ারি ০৫ ১৮:১৮:২৮
মোট ভোটকেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ: ইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, এর মধ্যে ২৩ হাজার ১১৩টিই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ মোট ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ হয়েছে। শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালিয়েছেন। এখন ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোট দেওয়ার।

আগামী রোববার ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে মোট ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

শেয়ারনিউজ, ০৫ জানুয়ারি ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে