ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রতি ২ ঘণ্টায় কত ভোট পড়ল, জানা যাবে অ্যাপে

২০২৪ জানুয়ারি ০৫ ১৫:১৯:১৩
প্রতি ২ ঘণ্টায় কত ভোট পড়ল, জানা যাবে অ্যাপে

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে আমরা একটি অ্যাপ তৈরি করেছি, যেখানে দুই ঘণ্টা পরপর প্রতিটি কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল তা ইনপুট দেয়া হবে। মোবাইলের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করে সেটি সবাই জানতে পারবেন।

তিনি জানান, ‘অ্যাপটি তৈরির উদ্দেশ্য হচ্ছে, ১০টার সময় দেখা গেল ১০ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ১২টার দিকে গিয়ে হঠাৎ ৮০ শতাংশ হয়ে গেল। এটি বিশ্বাসযোগ্য হবে না। এজন্য আমরা বিভিন্ন পরিমাপক নিয়েছি, যাতে ভোট গ্রহণের সত্যতা মানুষের মাঝে ফুটে ওঠে।’

তিনি বলেন, ‘ব্যালট পেপার ভোটের দিন সকালে না গিয়ে যদি ১০ দিন বা ১০ মাস আগেও কেন্দ্রে যায়, তাহলেও প্রার্থীরা সকালে ভোটকেন্দ্রে অবস্থান করে তাদের পোলিং এজেন্টদের দিয়ে ব্যালট বাক্সগুলো খালি কি না- সেটা দেখে নিতে পারেন। আমরা প্রার্থীদের আস্থা অর্জনের জন্য বলেছি ব্যালট পেপার কেন্দ্রে সকালে যাবে। পোলিং এজেন্টরা অবশ্যই সেখানে দাঁড়িয়ে থেকে ব্যালট বাক্সগুলো খালি আছে কি না দেখতে পারেন।’

মঙ্গলবার (০২ জানুয়ারি) চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

শেয়ারনিউজ, ০৫ জানুয়ারি ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে