ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার আরও ৫ প্রার্থী

২০২৪ জানুয়ারি ০৪ ০৮:০৯:০০
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার আরও ৫ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিন দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) আরও পাঁচজন প্রার্থী। বুধবার (০৩ জানুয়ারি) এই পাঁচজন নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তারা হলেন চুয়াডাঙ্গা-১ আসনের অ্যাডভোকেট সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা-২ আসনের রবিউল ইসলাম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আতাউর রহমান সরকার, ময়মনসিংহ-৩ আসনের ডা. মোস্তাফিজুর রহমান আকাশ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাব্বির আহমদ।

নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থীদের অভিযোগ—তারা ক্ষমতাসীনদের হুমকির শিকার হচ্ছেন, তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (০২ জানুয়ারি) আরও পাঁচজন প্রার্থী সরে দাঁড়ান। তারা হলেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আবদুল মান্নান তালুকদার, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শংকর পাল, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাহবুব আলম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জহিরুল ইসলাম ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সামসুদ্দিন খান।

তারও আগে সরে দাঁড়ান বরিশাল-২ ও ৫ আসনের ইকবাল হোসেন, বরগুনা-১ আসনের খলিলুর রহমান, গাজীপুর-১ ও ৫ আসনের এম এম নিয়াজ উদ্দিন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আলাউদ্দিন মৃধা, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাকির হোসেন ও নারায়ণগঞ্জ-৪ আসনের ছালাউদ্দিন খোকা মোল্লা।

নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর ভোট থেকে এখন পর্যন্ত জাপার ১৬ জন প্রার্থী সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। তবে অনানুষ্ঠানিকভাবে আরও অনেক প্রার্থী সরে দাঁড়িয়েছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

শেয়ারনিউজ, ০৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে