ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

এনবিআর চেয়ারম্যানের চাকরির মেয়াদ বেড়েছে আরও ২ বছর

২০২৪ জানুয়ারি ০৩ ২০:৫০:৫৪
এনবিআর চেয়ারম্যানের চাকরির মেয়াদ বেড়েছে আরও ২ বছর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়াল সরকার।

আজ বুধবার (০৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আবু হেনা রহমাতুল মুনিমকে তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এর আগে ২০১৮ সালের ৯ মে থেকে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এই পদ গ্রহণের আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব পদে) পদে কর্মরত ছিলেন।

তারও আগে তিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন।

শেয়ারনিউজ, ০৩ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে