ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

এবার একসঙ্গে অবরোধ ও হরতাল ডাকল বিএনপি

২০২৩ নভেম্বর ২৭ ২০:০০:০৪
এবার একসঙ্গে অবরোধ ও হরতাল ডাকল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের একদফা দাবিতেএবার একসঙ্গে অবরোধ ও হরতাল ডাকল বিএনপি।

আগামী বুধবার (২৯ নভেম্বর) অবরোধ ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতালের ডাক দিয়েছে দলটি।

সারা দেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (২৭ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩৮৫ জনকে গ্রেপ্তার এবং ১৩টি মামলায় ১ হাজার ৪৮০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার সকাল ছয়টা থেকে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।

এরপর ৩১ অক্টোবর থেকে মাঝেমধ্যে বিরতি দিয়ে কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ এবং হরতাল কর্মসূচি দেয় বিএনপি।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি সমমনা বিরোধীদলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে। শেয়ারনিউজ, ২৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে