ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

হাসপাতালে ভর্তি জাকারবার্গ

২০২৩ নভেম্বর ০৪ ১৪:১৯:৪৪
হাসপাতালে ভর্তি জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার প্রধান মার্ক জাকারবার্গ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি মিক্স মার্শাল আর্ট সেশনে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তার। এটা ঠিক করতে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে মার্ক জাকারবার্গ নিজেই এ তথ্য জানান।

ওই পোস্টে যুক্ত করা কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় পায়ে ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছেন তিনি। এর মধ্যে একটি ছবিতে তার স্ত্রীকে সেবা শুশ্রুষা করতেও দেখা গেছে। পোস্টের ক্যাপশনে মার্ক জাকারবার্গ লিখেছেন, আমার এসিএল স্প্যারিং ছিঁড়ে গিয়েছিল। এটি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করতে হয়েছে। আমরা যত্ন নেওয়ার জন্য আমি আমার ডাক্তারদের কাছে কৃতজ্ঞ।

মেটার প্রধান আরও লিখেছেন, আমি আগামী বছরের শুরুতে একটি প্রতিযোগিতামূলক এমএমএ লড়াইয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলাম। কিন্তু এখন সেটি কিছুটা দেরিতে অনুষ্ঠিত হবে। আমি সেই সময় পর্যন্ত সুস্থ হয়ে যাওয়ার আশা করছি। আমি প্রতিযোগিতায় যোগ দিতে উন্মুখ হয়ে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।

শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে