ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

ওমরাহ পালনে জেবা

২০২৩ অক্টোবর ১৮ ১৯:১৩:৩১
ওমরাহ পালনে জেবা

বিনোদন ডেস্ক : পর্দায় খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেত্রী জেবা জান্নাত। মাঝে মাঝে তাকে বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায়। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তবে এবার সফরে না গিয়ে ওমরাহ করতে মক্কায় অবস্থান করছেন অভিনেত্রী।

সেখান থেকে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) মক্কার কাবা শরীফের সামনে দাাঁড়ানো ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লআহ’। এসময় জেবার পরনে রয়েছে কালো বোরকা ও কালো রং এর হিজাব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর ইতিবাচক মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে জেবা জান্নাতের কমেন্টবক্সে।

একজন লিখেছেন, মাশাআল্লাহ। আরকেজন লেখেন, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুক। মন্তব্যের ঘরে বেশির ভাগ নেটিজেনই ওমরাহ পালনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন জেবা জান্নাতকে।

এর আগে ফেসবুকে বেশ কিছু রিল ভিডিও এবং ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জেবা। ওই ছবিগুলোতে দেখা যায়, মদিনার মসজিদে নববিতে গিয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে রয়েছে ক্রিম-কফি রঙের একটি বোরকা। সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন জেবা জান্নাত।

প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশো থেকে পরিচিত পান জেবা। এরপর টিকটক থেকে তিনি ছোট পর্দায় অভিনয় শুরু করেন।

শেয়ারনিউজ, ১৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে