ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

দুলুর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

২০২৩ অক্টোবর ১৮ ১৮:০৪:২৯
দুলুর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলায় বুধবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ ছাড়া এই মামলার অপর ১১ আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- ভোলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, মাকছুদুর রহমান, গোলাম মোস্তফা, আবির ইসলাম সাত্তার, তাজ মোহাম্মদ খান ওরফে মামুন, শিমুল মিয়া, সোহেল, মোস্তাক হোসেন মুন্না, আব্দুল মান্নান শেখ বাবু ও শাহীনূর রহমান।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক রিপন মিয়া আসামিদের আদালতে হাজির করেন। এদের মধ্যে দুলুকে কারাগারে আটক রাখা হয়েছে এবং বাকি ১১ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী কর্মকর্তা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, ১৭ অক্টোবর বাড্ডা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বাড্ডা থানাধীন বৈঠাখালী ৩০ ফিট রাস্তার মাথায় গ্রীণ টাওয়ারের নিচতলায় কিছু সংখ্যক লোক নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সমবেত হওয়ার খবর পায় পুলিশ। রাত ৭টা ৫৫ মিনিটে ওই স্থানে পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে এ আসামিরাসহ এজাহারনামীয় পলাতক ও অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এতে এসআই মানিক কুমার সিকদার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও বলা হয়, এএসআই আল মামুন পারভেজ ও কনস্টেবল মোতাহার হোসেনসহ সঙ্গীয় অন্যান্য অফিসারদের এলোপাতাড়ি কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থান জখম করে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ঘটনাস্থলে তারা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আহ্বানে সমবেত হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে, নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করে দেশে অরাজকতার মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টসহ সরকার পতনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক লোক ঢাকায় সমবেত করে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে দুলুকে তুলে নেওয়া হয়। এরপর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শেয়ারনিউজ, ১৮ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে