ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

মৎস্য অফিসারের মাথা ফাটালেন জেলেরা

২০২৩ অক্টোবর ১৫ ১০:২৯:৪৫
মৎস্য অফিসারের মাথা ফাটালেন জেলেরা

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ নিধন রোধে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় মেরিন মৎস্য অফিসার প্রতুল চন্দ্র জোয়াদ্দারের মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ অক্টোবর) এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে নলশ্রী ও পার্শ্ববর্তী এলাকার ৮ জনকে নামীয় ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে বানারীপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদ্য বিসিএস ক্যাডার এএসপি হিসেবে নির্বাচিত মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করার সময় উপজেলার নলশ্রী ও তার পার্শ্ববর্তী এলাকার জেলেরা অতর্কিতভাবে হামলা করেন।

এ সময় জেলেদের হামলায় উপজেলা মেরিন মৎস্য অফিসার প্রতুল চন্দ্র জোয়াদ্দার গুরুতর আহত হন। এ সময় অভিযানের সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষায় পৃথক দুটি ইমারজেন্সি টিমের পাশাপাশি ৩টি ট্রলারে তিন শিফটে প্রতিবার মৎস্য কর্মকর্তাদের সঙ্গে দুজন করে নিরাপত্তাবাহিনী (পুলিশ) থাকবেন।

এছাড়া এলাকাভিত্তিক জনপ্রতিনিধি ও গ্রামপুলিশ সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেয়ারনিউজ, ১৫ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে