ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

পিটার হাসের মুরব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে: কাদের

২০২৩ অক্টোবর ১২ ১৮:৪৬:৪১
পিটার হাসের মুরব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দিনে রাতে পিটার হাসের কাছে দৌড়াচ্ছে।

তিনি বলেন, ‘আমি জানি না পিটার হাস তাঁদের কি স্বপ্ন দেখিয়েছেন। পিটার হাস কি করবেন? নিষেধাজ্ঞা দেবেন? তাঁদের মুরব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে। তলে তলে সব ঠিক হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে লাভ হবে না।’

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মরা লাশ এখন আজিমপুরের গোরস্থানে। এই মরা লাশ নিয়ে টানাটানি করে লাভ হবে না। এই লাশ ফিরে আসবে না। নির্বাচন হবে।

ফখরুলের উদ্দেশে কাদের বলেন, নির্বাচনে না এলে আমও যাবে ছালাও যাবে।

শেয়ারনিউজ, ১২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে