ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

আবেদনের পর দিনই ভারতের ভিসা পাবেন রোগী-স্বজনরা

২০২৩ অক্টোবর ১২ ১৩:০৬:৩৬
আবেদনের পর দিনই ভারতের ভিসা পাবেন রোগী-স্বজনরা

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ভিসা পেতে চলমান দুর্ভোগের মধ্যে সুখবর দিলেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেন, এখন থেকে শীঘ্রই ভারতীয় ভিসা পাওয়া যাবে। বিশেষ করে রোগী ও তাদের স্বজনরা সহজেই এবং দ্রুত ভারতীয় ভিসা পাবেন।

মনোজ কুমার বলেন, আগামী রোববার (১৫ অক্টোবর) থেকে ভারতীয় ভিসার এ সুবিধা পাবেন তারা।

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন থেকে বলা হয়েছে, আগামী রোববার থেকে রোগী ও স্বজনরা আবেদন পৌঁছানোর পরের কার্যদিবসেই ভিসা পেয়ে যাবেন। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজীকরণে হাইকমিশনের বিশেষ এ পদক্ষেপ বলে জানা গেছে।

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, সুন্দর নগরী রাজশাহীতে সহযোগিতামূলক এবং চমৎকার সময় কেটেছে এক বছর। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই আগামী রোববার থেকে যাদের আবেদনপত্র আমার দপ্তরে পৌঁছাবেন, যাচাই-বাছাই শেষে তারা পরের কার্যদিবসেই ভিসা পেয়ে যাবেন। এতে রোগীরা উপকৃত হবেন।

তিনি আরও বলেন, আমরা দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করছি। সবার উচিত হবে বৈধ মেডিকেল কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করা। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি করলে তিনি ভিসা পাওয়া থেকে বঞ্চিত হবেন।

জানা গেছে, বর্তমানে ভারতের যে কোনো ধরনের ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। তখনই আবেদনকারীকে তার কাগজপত্র জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়। নির্ধারিত দিনে আবেদনকারীরা রাজশাহী নগরীর বর্ণালি মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেন। সেদিনই এসব কাগজপত্র রাজশাহীতেই সহকারী হাইকমিশনে পাঠিয়ে দেওয়া হয়।

আগামী রোববার (১৫ অক্টোবর) থেকে এ দপ্তরে কাগজপত্র যাওয়ার পরের কার্যদিবসেই মিলবে মেডিকেল ভিসা বলে ঘোষণা মনোজ কুমার। এদিকে দুই কার্যদিবসের মধ্যে ভিসা দেওয়ার ঘোষণায় খুশি চিকিৎসার্থে ভারতে গমনেচ্ছু রোগী ও তাদের স্বজনরা।

শেয়ারনিউজ, ১২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে