ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

মা ছাড়া হয়ে গেল ৬ মাসের রোজামনি, কে দেখবে তাকে?

২০২৩ অক্টোবর ১১ ১৯:০১:৩০
মা ছাড়া হয়ে গেল ৬ মাসের রোজামনি, কে দেখবে তাকে?

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় পাঁচজন গার্মেন্টকর্মী ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন জেসমিন আক্তার।

নিহত জেসমিন আক্তারের স্বামী মাহমুদুল হাসান হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছয় মাসের বাচ্চা রোজামনি মা ছাড়া হয়ে গেল। কে দেখবে তাকে। কাজে যেতে মানা করেছিলাম শুনল না। আমার মেয়ের কী হবে’

মাহমুদুল হাসান বলেন, গত তিন মাস আগে ভালুকার পাওনিয়ার সোয়েটারে ১৫ হাজার টাকায় চাকরি নেয় তার স্ত্রী। আজকে কাজে যেতে মানা করেছিলেন তাকে, সে শুনল না।

বলেন, ফজরের আজানের সময় সে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। সে বলে আজকে বেতন দিতে পারে তাই যেতে হবে। কন্যাকে তার দাদির কাছে রেখে, এ কথা বলে বাড়ি থেকে বের হয়। সে বলছিল বিকাল ৫টার মধ্যেই বাড়িতে ফিরবে; কিন্তু বিকালের আগেই লাশ হয়ে বাড়িতে ফিরল।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে বাসের চাপায় পাঁচজন গার্মেন্টকর্মী ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে