ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সময় বেঁধে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

২০২৩ অক্টোবর ১১ ১৪:৫২:৫৯
সময় বেঁধে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

নিজস্ব প্রতিদেক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ১৭ অক্টোবরের মধ্যে এ তথ্য পাঠাতে হবে।

সোমবার (০৯ অক্টোবর) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি (জাতীয়করণ) ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

‘ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে ১৭ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই লিংকে প্রবেশ করে টেলিটকের দেয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।’

তথ্য ফরমে ঢাকা মহানগরের প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ৩টি থানাকে এরিয়া হিসেবে নির্ধারণ করতে হবে, তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান অনলাইন ব্যাংকের হিসাব নম্বর ও রাউটিং নম্বর দিতে করবেন।

কোনো ধরনের এনালগ নম্বর দেওয়া যাবে না, রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোনো ধরনের ভুল তথ্য দেওয়া হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে তথ্যপ্রদানকারীরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে