ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ শিকার

২০২৩ অক্টোবর ১১ ১২:১৯:৩৫
মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ শিকার

নিজস্ব প্রতিবেদক : প্রধান প্রজনন মৌসুম ও ইলিশ রক্ষায় বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে সারাদেশে ২২ দিনব্যাপী অবরোধ শুরু হচ্ছে। এ লক্ষ্যে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ সংগ্রহ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

মূলত মাছের সুরক্ষা ও সংরক্ষণ আইনের অধীনে নিয়মানুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত। নদ-নদীর পাশাপাশি এ নিষেধাজ্ঞা থাকবে উপকূলীয় ইলিশ প্রজননক্ষেত্রের ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায়।

এই সময়ের মধ্যে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা না মানলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে আইনে। তবে এই সময়ের মধ্যে প্রত্যেক জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

এদিকে মা ইলিশ রক্ষায় সিভিল প্রশাসনের পাশাপাশি কাজ করবে নৌ-বাহিনীর জাহাজ।

শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে