ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাধারণ জনতাকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান হামাসের

২০২৩ অক্টোবর ০৯ ০৯:৫২:৪৭
সাধারণ জনতাকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে ইসরায়েলে পাঁচ হাজারের বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এছাড়া হামাস যোদ্ধারা সীমান্ত প্রাচীর ভেঙ্গে ইসরায়েলে প্রবেশ করে। এই হামলার কারণে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।

এদিকে গতকাল রোববার (০৮ অক্টোবর) গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার শিকার হওয়ার পর গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল। দুই দিনের এই সংঘাত মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের হুমকি তৈরি করেছে।

এ অবস্থায় ইসরাইলি বাহিনী ও হামাস যোদ্ধাদের চলমান লড়াইয়ের মাঝে আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা একটি নতুন বিবৃতি প্রকাশ করেছেন। এতে তিনি সাধারণ জনগণকে ‘এই যুদ্ধে যোগ দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

গাজায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানওয়া বলেছেন যে আমাদের জনগণকে রক্ষা করার জন্য ইসরাইলে আক্রমণ করা হচ্ছে। হামাস যোদ্ধারা রকেট হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের সশস্ত্র শাখা বলছে, তারা আগামী কয়েক ঘণ্টার মধ্যে অপহৃত ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের মুক্তি দেবে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে তারা চলমান হামলা চালিয়ে যাবে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের বিমান হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৩১৩ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে অর্ধেকই বেসামরিক নাগিরক। নিহতদের মধ্যে ২০ জনের বেশি শিশু এবং ছয়জন নারীও রয়েছে। অপরদিকে, হামাসের হামলায় ইসরায়েইলে ৪৪ সেনাসহ অন্তত ৭০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

শেয়ারনিউজ, ০৯ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে