ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ঘোষণা

২০২৩ অক্টোবর ০৮ ২৩:৩০:৩০
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষীপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. শাহজাহান আলম সাজু আর লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু।

আজ রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আসন দুটিতে শুক্রবার ও শনিবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৬ জন ও লক্ষ্মীপুর-৩ আসনে ১৪ জন ফরম সংগ্রহ করেন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান।

গত ১ অক্টোবর সংসদ সচিবালয় আসন দুটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে