ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

উড়োজাহাজ পার্কিং সুবিধা পাওয়া যাবে উদ্বোধনের পরই

২০২৩ অক্টোবর ০৮ ১৮:৩৭:২৪
উড়োজাহাজ পার্কিং সুবিধা পাওয়া যাবে উদ্বোধনের পরই

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামো প্রস্তুত। আংশিক চালুর পর যাত্রীবান্ধব উন্নয়ন শুরু হবে, যার সময় লাগবে এক বছর। তবে বিমান পার্কিং সুবিধা থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নতুন টার্মিনালের পুরো কার্যক্রম আগামী বছরের শেষ দিকে গিয়ে চালানো সম্ভব হবে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, এখানে সমন্বয়, ট্রায়ালসহ কিছু বিষয় আছে। যাঁরা কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণের বিষয় রয়েছে। এসব শেষ করে যখন সন্তুষ্ট হওয়া যাবে, তখন কার্যক্রম চালানো হবে।

এম মফিদুর রহমান, ‘চুক্তিমতো আমাদের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। এখন কাজ হচ্ছে এই টার্মিনালকে পরিচালনা ও ব্যবহার উপযোগী করা। কিছু কিছু সুবিধা এখন থেকে ব্যবহৃত হবে। যেমন অ্যাপ্রনে ৩৭টি এয়ারক্রাফট পার্ক করা যাবে। আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালের কাজ শেষ পর্যায়ে। আগামী মার্চ এপ্রিলে তা চালু হতে পারে।’

শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে