ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকায় এসেছেন মার্কিন পর্যবেক্ষক দল

২০২৩ অক্টোবর ০৭ ১৯:৪৫:৪৪
ঢাকায় এসেছেন মার্কিন পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।

জানা গেছে, মার্কিন অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন জরিপ মিশন পরিচালনা করবে। দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে থাকবে। তারা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে এসেছে।

সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর বাইরেও বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা।

শেয়ারনিউজ, ০৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে