ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাজেকের রাস্তায়, বারান্দায় ও গাড়িতে রাত কাটালেন কয়েক শ পর্যটক

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১০:৫৯:৫২
সাজেকের রাস্তায়, বারান্দায় ও গাড়িতে রাত কাটালেন কয়েক শ পর্যটক

নিজস্ব প্রতিবেদক : পর্যটকের ঢল নেমেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালিতে। টানা ৩ দিনের ছুটিতে বেড়াতে এসে রিসোর্ট-কটেজে কক্ষ না পেয়ে কয়েক শ পর্যটক রাস্তা, বারান্দা, স্টোর রুম, গাড়িতে রাত কাটিয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় গত মঙ্গলবারের আগে রুইলুই ভ্যালির রিসোর্ট-কটেজের সব কক্ষ আগাম বুকিং হয়ে যায়। এ দিন কক্ষ বুকিং ছাড়া অন্তত পাঁচ শতাধিক পর্যটক ঘুরতে যার সেখানে। এর মধ্যে কিছু ফিরে গেলেও অন্তত চার শতাধিক পর্যটক রুইলুই ভ্যালিতে রয়ে যান।

রুইলুই রিসোর্ট-কটেজমালিক সূত্রে জানা গেছে, দুপুর থেকে এসব পর্যটক বিভিন্ন রিসোর্ট-কটেজে কক্ষ খুঁজতে থাকেন, কিন্তু খালি না থাকায় কোথাও ভাড়া পাননি। পরে বিকেলের দিকে যে যেভাবে পারেন, স্থানীয় বাসিন্দাদের ঘরে, স্টোর রুমে আশ্রয় খোঁজেন। এভাবে দুই শতাধিক পর্যটকের কোনোরকমে থাকা ও ব্যাগ-জিনিসপত্র রাখার সুযোগ হয়। আরও অন্তত দুই শতাধিক পর্যটক রাস্তা, বারান্দা ও গাড়িতে রাত কাটিয়েছেন।

ঢাকার উত্তরা থেকে ৯ জনের একটি দলের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তরুণ মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘দুপুর থেকে রিসোর্ট-কটেজগুলোয় কক্ষ ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু কোথাও খালি নেই। আমরা সবাই রাস্তায় ঘুরে রাত কাটিয়েছি। আমাদের সঙ্গে আরও অনেক পর্যটক ছিলেন।’

জানা যায়, রুইলুই ভ্যালিতে বর্তমানে ১১২টি রিসোর্ট-কটেজ রয়েছে। এসব রিসোর্ট-কটেজগুলোয় চার হাজারের বেশি অতিথি থাকতে পারেন। গত মঙ্গলবার থেকে এসব কটেজের সব কক্ষ আগাম বুকিং হয়ে যায়। এ ছাড়া বার্গী লেক ভ্যালি, নীলাঞ্জনা রিসোর্ট, বড়গাং ও রাঙাদ্বীপের সব কটেজ আগম বুকিং হয়েছে। এসব কটেজে কোনো কক্ষ এখন খালি নেই।

তবে রাঙামাটি শহরের আবাসিক হোটেল-মোটেলগুলোয় প্রত্যাশার চেয়ে কম বুকিং হয়েছে। আগাম কম বুকিং হওয়ায় আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতি ২০ শতাংশ ভাড়া ছাড় দিয়েছে।

শেয়ারনিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে