ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

নারী কেলেঙ্কারির সেই ডিসিকে পদোন্নতি

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১২:০৯:১৮
নারী কেলেঙ্কারির সেই ডিসিকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক : অন্যের স্ত্রীকে যৌন নিপীড়নের কেলেঙ্কারিতে বাগেরহাট জেলা প্রশাসকের (ডিসি) পদ হারানো এক কর্মকর্তাকে শাস্তি ছাড়াই যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের ওই কর্মকর্তার নাম আ ন ম ফয়জুল হক। যিনি সম্প্রতি ৩২১ যুগ্ম-সচিবদের একজন। বর্তমানে সড়ক পরিবহন শাখা, ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা বিভাগে যুগ্ম প্রধান (সংযুক্ত) হিসেবে কর্মরত।

নারী কেলেঙ্কারির মতো ঘটনার পর পদোন্নতি পাওয়ায় ব্যাচের অন্য কর্মকর্তারা বিষয়টিকে বিব্রতকর অবস্থায় দেখছেন। কোনো দোষ না থাকলে কেন তাকে ডিসি পদ থেকে অপসারণ করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অন্য কর্মকর্তারা।

এদিকে এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছেন ওই নারীর স্বামী মো. ফকরুল। যদিও এসব অভিযোগ মিথ্যা উল্লেখ করে অভিযুক্ত কর্মকর্তা ফয়জুল হক বলেন, ঘটনা সত্য হলে তো আমার পদোন্নতি হতো না। ওই ব্যক্তি আমার নামে প্রতিনিয়ত মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন। এসব ঘটনায় এখন পর্যন্ত একটি তদন্তও হয়নি। তদন্ত হলে আমাকে নোটিস দেওয়া হতো। তিনি বলেন, মিথ্যা একটি অভিযোগে আমার সম্মানহানি করা হয়েছে। ওই ব্যক্তি সাইকো প্রকৃতির। যা উনার স্ত্রী লিখিত দিয়ে বলেছেন এবং এসব কারণে তাকে তালাক দিয়েছেন। যে নারীকে নিয়ে আমার নামে এসব অভিযোগ তার সঙ্গে জীবনে মাত্র একবারই দেখা হয়েছিল। তার প্রয়োজনে সাহায্যের জন্য এসেছিল।

অভিযোগকারী মো. ফকরুল গণমাধ্যমকে বলেন, আমার পরিবার, সন্তান সবার জীবনে একটা বিপর্যয় এসেছে এসবের কারণে। সংসারটা শেষ হয়ে গেল, এখন আমরা সেপারেশনে আছি। আমি শাস্তি চেয়ে মন্ত্রিপরিষদে আবেদন করেছি।

এ এন এম ফয়জুল হক বলেন, এসব অভিযোগ দেওয়া ব্যক্তির বাড়ি বাগেরহাটের মোল্লারহাটে। ওই পরিবারের সবাই জামায়াত পরিবারের লোক। তাকে বিভিন্ন লোক দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন কি না জানতে চাইলে বলেন, আমার মতো কর্মকর্তার পক্ষে এসব করা কি সম্ভব? আমি সরকারের অর্থমন্ত্রীর পিএস ছিলাম। পদোন্নতির আগেও অনেক অভিযোগ বোর্ডের সদস্যদের কাছে দিয়েছিল। আমি ধরেই নিয়েছিলাম আমার পদোন্নতি হবে না। আল্লাহ সহায় ছিলেন। তার সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, মন্ত্রণালয় তদন্তে কিছু পায়নি তাই হয়তো পদোন্নতি পেয়েছেন। যদিও অভিযুক্ত ব্যক্তি বলেছেন তার বিরুদ্ধে কোনো তদন্তই হয়নি।

শেয়ারনিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে