ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

নিজের ও দূতাবাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পিটার হাস

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১১:০৬:১৪
নিজের ও দূতাবাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পিটার হাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে শুধু নিজের নিরাপত্তাই নয়, দূতাবাসের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। গত রোববার (২৪ সেপ্টেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, কতজনকে নিষিদ্ধ করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা এই ভিসা নীতি নিরপেক্ষভাবে প্রয়োগ করেছি। কারো পক্ষে বা বিপক্ষে নয়। তারা ক্ষমতাসীন দল বা বিরোধী দলের, তারা সরকারের পক্ষে বা বিপক্ষে।

তিনি বলেন, সরকারি দল, বিরোধীদল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে বিচার বিভাগ এবং গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হতে পারে। এসব কিছুই তাদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে। এখন দেখার বিষয় কতটা নিরপেক্ষভাবে প্রভাবমুক্ত হয়ে বিচারকার্য পরিচালিত হচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে চায়ের দোকানদারও অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়। সবাই যখন একই জিনিস চাচ্ছে তখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তা বাস্তবায়ন করা। সবাই তার দায়িত্ব যথাযথভাবে তা পালন করছে কি না।

শেয়ারনিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে