ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ঢাকার আকাশে ফাইটার জেট, যা জানা গেল

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১৮:৪১:৪৬
ঢাকার আকাশে ফাইটার জেট, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরে ঢাকার আকাশে বিমান বাহিনীর ফাইটার জেট ও বিভিন্ন বিমানের আনাগোনা বেড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়োজাহাজ উড়ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ নিয়ে রাজধানীবাসীর মধ্যে চলছে নানা আলোচনা। রাজধানীবাসীর বিভিন্ন প্রশ্ন ও সমাধানের বিষয়ে নিয়ে উন্মুক্ত আলোচনা চলে এমন একটি ফেসবুক গ্রুপের নাম ডেসপারেটলি সিকিং-ঢাকা (ডিএসডি)।

এই গ্রুপে এক সদস্য ‘আকাশে একটু পর পর বিমান (একটু অন্যরকম দেখতে, কান ফাটায় দিচ্ছে) যাচ্ছে। কি হচ্ছে, কারণ কি?’ এমন প্রশ্ন তোলেন। জবাবে বিভিন্নজন নানা মন্তব্য করেছেন। তবে বিমান বাহিনীর সূত্র বলছে, এসব বিমানের ওড়াওড়ি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ২৮ সেপ্টেম্বর বিমান বাহিনী দিবস উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবেই উড়ছে এসব বিমান।

এই গ্রুপের একজন সদস্য ‘আকাশে একটু একটু করে উড়ছে (একটু আলাদা দেখতে, কান ফাটিয়ে দিচ্ছে)। কী হচ্ছে, কারণ কী?’ এমন প্রশ্ন তোলেন। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মন্তব্য করেছেন। তবে বিমান বাহিনী সূত্র বলছে, এসব বিমানের উড্ডয়ন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ২৮ সেপ্টেম্বর বিমান বাহিনী দিবসের প্রস্তুতির অংশ হিসেবে এই বিমানগুলো উড়ছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী ভারত সরকারের দেয়া একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান ও একটি অ্যালুনোট হেলিকপ্টার এবং বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমানসেনা ও বেসামরিক বৈমানিকসহ ৫৭ জন সদস্য নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ‘কিলো ফ্লাইট’ নামে যাত্রা শুরু করে।

দুটি বিমান ও একটি হেলিকপ্টারের মাধ্যমে মুক্তিযুদ্ধকালে ৫০টিরও বেশি বিমান অভিযান সাফল্যের সঙ্গে পরিচালনা করে ‘কিলো ফ্লাইট’, যা বিজয়কে আরও ত্বরান্বিত করে। ৫২ বছর পর বিমান বাহিনী এখন অনেক সমৃদ্ধ। মিগ-২৯, এফ-৭ সিরিজ যুদ্ধ বিমান, সি-১৩০ পরিবহন বিমান, এমআই সিরিজ ও বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে আরও আধুনিক বিমান বাহিনী গড়ে উঠেছে।

শেয়ারনিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে