ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

টুকে রাখতে হবে মোবাইল ফোনে টাকা রিচার্জের হিসাব

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৪:৪০:৪৩
টুকে রাখতে হবে মোবাইল ফোনে টাকা রিচার্জের হিসাব

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে মোবাইলের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। এসব তথ্য আয়কর রিটার্ন দেওয়ার সময় জীবনযাত্রার খরচের বিবরণীতে উল্লেখ করতে হবে। অতএব, মোবাইল ফোনে প্রতি বছর কত টাকার রিচার্জ করলেন, সেই হিসাব সংরক্ষণ করে রাখতে হবে।

নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের সময় জীবনযাত্রার খরচের বিবরণীতে এসব তথ্য দিতে হবে। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুৎ বিলের তথ্যও জানাতে হবে। আইটি ১১গ (২০২৩) ফরমে জীবনযাত্রার ব্যয়-সম্পর্কিত বিষয়াবলি দিতে হয়।

এ প্রসঙ্গে জেএনজে অ্যাসোসিয়েটর্সের ম্যানেজিং পার্টনার ও কর আইনজীবী মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে বলেন, একজন করদাতার পক্ষে সারা বছরের মোবাইল ফোনে কত টাকা রিচার্জ করলেন, তার হিসাব রাখা কঠিন। সাধারণত একসঙ্গে বেশি অর্থ রিচার্জ করেন না মোবাইল ফোন ব্যবহারকারীরা।

তিনি বলেন, অনেক ব্যবহারকারী দুই-চার দিন পরপর মোবাইল ফোনে টাকা রিচার্জ করেন। নতুন এই বিধানের ফলে অনেক করদাতার ঝামেলা বাড়বে।

জানা গেছে, জীবনযাত্রার ব্যয়ের বিবরণীর মাধ্যমে এনবিআর দেখতে চায়, আপনি কতটা ধনী, আপনি কত আয় করেন, কত খরচ করেন, আপনার সামাজিক অবস্থান কী। আয়কর কর্মকর্তারা এটাও দেখতে চান আপনার বৈধ আয়ের সঙ্গে আপনার জীবনযাত্রার মিল আছে কি না। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

শেয়ারনিউজ, ২৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে