ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৭:০৪:১৭
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৯৮টি ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আটক মিজানুর রহমান (৪৪) ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলির ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব-৮। কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের রুপাতলী ভোজন বিলাস রেস্তোরাঁর সামনে আটক হন মিজানুর রহমান। ওই সময় তার দেহ তল্লাশি করে ৩৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, র‌্যাবের অভিযানে ৩৯৮টি ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে