ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

এনআইডি কার্যক্রম এখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না: ইসি সচিব

২০২৩ সেপ্টেম্বর ২০ ১৬:৩০:৪৪
এনআইডি কার্যক্রম এখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সংসদে আইন পাস হলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম এখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না। মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। বুধবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাহাংগীর আলম বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সার্ভার এক দিন, দুই দিনের জন্য বন্ধ ছিল, সবার জন্য নয়। যেখানে তথ্য সংরক্ষণ করা হয় সেখানে সাইবার আক্রমণের ঝুঁকি থাকে। যখন কোন ঝুঁকি থাকে তখন প্রত্যেকেরই নিজেদের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। এটা আগে থেকে অনুমান করা যায় না।

তিনি বলেন, যে কোনো সময় ইলেকট্রনিক ডিভাইস বন্ধ হয়ে যেতে পারে। অনেক সেবাগ্রহীতা থাকায় দ্রুত কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। প্রথমত, বিপদ বা নিয়মিত রক্ষণাবেক্ষণ বুঝতে; এই ধরনের জিনিস, ঝুঁকি সবসময় আছে। যখন পরিস্থিতি তৈরি হয়, আপনাকে রক্ষা করতে হবে। একটি ব্যাংকের যেমন যেকোনো সময় ঝুঁকি থাকে, তেমন এত বড় ডাটাবেজ আমাদেরও ঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, এটি রাষ্ট্রের মূল্যবান সম্পদ। সার্ভার প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। এটি গতানুগতিক কাজ। আর একদিন, দুদিনের জন্য সার্ভার বন্ধ সারা দুনিয়ায় হয়।

শেয়ারনিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে