ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘জওয়ান ২’ আসছে, থাকছেন না বিজয় সেতুপতি

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৯:৫২:৫৮
‘জওয়ান ২’ আসছে, থাকছেন না বিজয় সেতুপতি

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখের ‘জাওয়ান’ সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ছবি হয়ে উঠছে। মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ছবিটি। এটি ইতিমধ্যেই আয় করেছে ৫০০ কোটি রুপি। দূর্দান্ত এই সাফল্যে ‘জওয়ান’-এর সিক্যুয়াল তৈরি শুরু হয়েছে আলোচনা। বলিউডভিত্তিক গণমাধ্যম কইমই এক প্রতিবেদনে জানিয়েছে, ‘জওয়ান ২’ এর কাজ শুরু করেছেন পরিচালক অ্যাটলি কুমার।

খুব দ্রুততম সময়েই আসছে ‘জওয়ান ২’। এরইমধ্যে অ্যাটলি তার লেখককে দ্রুত গল্প সাজাতে বলেছেন। পুরো বিষয়টি দ্রুত করার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খান। সূত্রের বরাতে এমনটিই দাবি করা হয়েছে সেই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, অরিজিনাল ছবিটির রেশ থাকতে থাকতেই সিক্যুয়াল পরিবেশন করা হবে। ‘জাওয়ান ২’ শাহরুখ খান জাওয়ান (তরুণ) থাকতেই আসবে।

তবে ‘জওয়ান ২’ আসলেও সেখানে আর থাকছেন না দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। তার পরিবর্তে এই সিনেমায় থালাপাতি বিজয় থাকার সম্ভাবনা বেশি। কারণ ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে সাংবাদিকরা-অ্যাটলিকে প্রশ্ন করেছিলেন, জাওয়ানে শাহরুখের সঙ্গে থালাপাতি বিজয়কে দেখা যায়নি কেন? উত্তরে অ্যাটলি কুমার বলেছেন, ‘শিগগিরই দেখতে পাবেন। তাদের দুজনকে নিয়ে বড় প্ল্যান আছে।’ এরপরই ধরে নেওয়া হচ্ছে তাহলে হয়তো ‘জওয়ান ২’-এ পর্দায় দেখা মিলবে এই দুই তারকার।

শেয়ারনিউজ, ১২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে