ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৯ শতাংশ

২০২৩ সেপ্টেম্বর ০৯ ১১:০৪:০৩
ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে বিমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ২৯.২৪ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় শীর্ষে স্থানে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গেল সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ২.৬২ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৬৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারটির দর সর্বনিম্ন ৬২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা ৪০ পয়সায় ওঠানামা করেছে। এদিন কোম্পানিটির ১২ লাখ ২০ হাজার ৮২৪টি শেয়ার ১ হাজার ৯৭৫ বার হাতবদল হয়েছে। যার বাজারদর ছিল ৮ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ৬৮ টাকা ৪০ পয়সা ও সর্বনিম্ন ৪৫ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। বৃহস্পতিবারই কোম্পানিটির শেয়ার বছরের সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২ টাকা ৯১ পয়সা।

বিমা খাতের এ কোম্পানিটি ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করছে। কোম্পানিটির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৩ কোটি ১১ লাখ টাকা। কোম্পানির মোট ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৪৪ শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪১ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৩.৪৬ শতাংশ এবং বাকি ৩৫.৪৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

শেয়ারনিউজ, ০৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর



রে