ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১০:০২:৪৯
ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে সোনারগাঁ থানার এসআই মোতালিবের বিরুদ্ধে ব্যবসায়ী কামাল হোসেন ওরফে বোবা কামালকে ক্রসফায়ারের হুমকি দিয়ে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) রাতে কামালকে সোনাপুর এলাকার বাসা থেকে মাদক ব্যবসায়ী বলে আটক করে পুলিশ।

কামাল হোসেনকে গত সোমবার (০৪ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ থানার এসআই মোতালিব কাঁচপুর উপজেলা সিন্ডিকেটের সোনাপুর গ্রামের বাড়ি থেকে ইয়াবা ও ৭-৮টি মোবাইল ফোনসহ আটক করে বলে জানা গেছে। মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে আটকের পর হাতকড়া পরিয়ে সোনারগাঁ থানায় নিয়ে যান, পানাম নগরে গাড়ি থামিয়ে কামাল হোসেনকে ক্রসফায়ারের হুমকি দেন, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দর কষাকষির একপর্যায়ে ১ লক্ষ টাকা কামাল হোসেনের স্ত্রীর হাত থেকে নিয়ে ছেড়ে দেওয়া হয় কামাল হোসেনকে।

স্ত্রী সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে বিনা দোষে নিয়ে মারপিট করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অনেক টাকা দাবি করে ওই পুলিশ সদস্যরা। একপর্যায় সুদে ও ধার করে পাশের বাড়ির হাই সাহেবের কাছ থেকে ১ লাখ টাকা দিলে ছেড়ে দেয় পুলিশ।

অভিযুক্ত এসআই মোতালিবকে জানতে চাইলে তিনি বলেন, ওরা সব বানিয়ে বলছে। সোনারগাঁ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, টাকার বিষয়টি তার জানা নেই। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শেখ বিল্লাল হোসেন বলেন, উৎকোচ গ্রহণের অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারনিউজ, ০৬ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে