ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

২২১ কর্মকর্তার যুগ্ম সচিব পদে পদোন্নতি

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১১:১৩:৩৪
২২১ কর্মকর্তার যুগ্ম সচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক : সরকার যুগ্ম সচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে। ২২১ জন উপসচিব ও সমমানের পদমর্যাদার কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ২২১ জনের মধ্যে ৬ জন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।

সবশেষ ২০২২ সালের নভেম্বরে ১৭৫ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। প্রশাসনে যুগ্ম সচিবের ৫০২টি পদ। এই পদে এখন ৭২৫ জন কর্মরত আছেন। নতুন পদোন্নতির পর যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬।

জনপ্রশাসনে এখন আলোচনা হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে একজন কর্মকর্তা কখন ও কোন মেয়াদে নিয়োগ পেয়েছেন, কর্মজীবনে আগে কোথায় নিয়োগ পেয়েছেন, এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের ভাষ্যমতে, গত কয়েক বছরে জনপ্রশাসনের আদর্শ কাঠামো ভেঙে যাচ্ছে, উল্টো নির্বাচনের আগে পর্যাপ্ত পদ ছাড়াই কর্মকর্তাদের পদোন্নতির কারণে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

কারণ হিসেবে তারা বলেন, অধিকাংশ কর্মকর্তা পদোন্নতি পেলেও পদোন্নতিতে কাজ করতে পারছেন না। পজিশনের নিচে এক বা দুই লেভেলে কাজ করতে হচ্ছে। এতে ব্যক্তি লাভবান হলেও পুরো জনপ্রশাসন ক্ষতিগ্রস্ত হয়।

শেয়ারনিউজ, ০৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে