ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রং ও চালের গুঁড়া মিশিয়ে মসলা বিক্রি

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১১:০০:১৮
রং ও চালের গুঁড়া মিশিয়ে মসলা বিক্রি

নিজস্ব প্রতিবেদক : হলুদ-মরিচের গুঁড়া মেশানো রং ও চাল বিক্রির অভিযোগে দুটি মসলা কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর হাটখোলা বাজার মরিচাপট্টি এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

কারখানা দুটি দীর্ঘদিন ধরে মসলার ওজন বাড়ানোর জন্য চালের গুঁড়া আর মসলার রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশিয়ে বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভোক্তা অধিকার।

হুমায়ূন মরিচ মিলের মালিক হুমায়ূন জানান, অতিরিক্ত মুনাফার আশায় তিনি মসলার ওজন বাড়ানোর জন্য চালের গুঁড়া আর রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশাতেন। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে বলে জানান।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, চালের সঙ্গে অখাদ্য মরিচ ও হলুদ মিশিয়ে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছে এবং ক্ষতিকর রং করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নগরীর হাটখোলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি মরিচ মিলের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ারনিউজ, ০৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে