ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

২০২৩ সেপ্টেম্বর ০৩ ১৩:৪৯:০৭
ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছে।

আজ রোববার আন্দোলনরত রেলশ্রমিকেরা সকাল ১০টার দিকে রেলপথ অবরোধ করেন।

অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলশ্রমিকেরা বলছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলছে।

তারা বলছেন, বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে সব শ্রমিক উদ্বিগ্ন।

এই পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী সব শ্রমিকের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ১০টা থেকে অবরোধ করা হয়েছে। রেল চলাচল সাময়িক বন্ধ আছে।

সরেজমিনে দেখা যায়, মালিবাগে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল কমিউটার ট্রেন আটকে আছে।

রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের কেন্দ্রীয় প্রতিনিধি মো. দেলোয়ার বলেন, ‘চাকরি স্থায়ীকরণের জন্য তারা গত ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু গত মাসে রেলওয়ের মহাপরিচালক বলে দিয়েছেন চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা তারা করতে পারবেন না।’

তিনি বলেন, ‘গত ৮ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এমন আশ্বাস দিলেও পরে তিনি জানান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। রেলমন্ত্রী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’

দেলোয়ার আরও বলেন, ‘তারা ২০ আগস্ট রেলওয়ের মহাপরিচালকের কাছে গিয়েছিলেন। সেখানে ২৪ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। গত ২৯ আগস্ট তারা দুই ঘণ্টা কর্ম বিরতি ঘোষণা করেন। প্রশাসন থেকে বলা হয়েছিল, ৩০ আগস্টের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু পরে আর আলোচনা হয়নি।’

শেয়ারনিউজ, ০৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে