ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রলীগের মহাসমাবেশে আসতে দুই জোড়া বিশেষ ট্রেন

২০২৩ সেপ্টেম্বর ০১ ০৬:১৯:৪৯
ছাত্রলীগের মহাসমাবেশে আসতে দুই জোড়া বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: আজ ০১ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের মহাসমাবেশ। এর পরদিন ২ সেপ্টেম্বর শনিবার এলিভেটেড এক্সপ্রেস ওয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ।

দুইটি সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরজন্য চলছে সমাবেশে লোক সমাগমের তোড়জোড়। দলীয় নেতা-কর্মী, সমর্থকেরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে দলে দলে আসছে।

এদিকে, ছাত্র সমাবেশ ও সুধী সমাবেশ সফল করতে গফরগাঁওয়ের নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে দুই দিনে দুই জোড়া বিশেষ ট্রেন গফরগাঁও টু ঢাকায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।

ঢাকায় দুইটি সমাবেশ সফল করতে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে গত এক সপ্তাহ যাবত প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা হয়েছে।

এতে প্রতিবারের মতই এবারও গফরগাঁও থেকে দুই দিনের সমাবেশেই হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মণ্ডল বলেন, প্রতিবারের মত এবারও আমরা সর্বোচ্চ সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে ঢাকার মহাসমাবেশ সফল করব।

নেতাকর্মীদের নিরাপদ ভ্রমণের জন্য একজোড়া বিশেষ ট্রেন ভাড়া পরিশোধের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ বরাদ্দ দিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ঢাকায় প্রধানমন্ত্রীর দুই দিনের সমাবেশ সফল করতে আমরা গফরগাঁওবাসী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।

ট্রেনের ভাড়া পরিশোধ করার মধ্য দিয়ে দুই দিনের সমাবেশের জন্য দুই জোড়া ট্রেন বরাদ্দ পেয়েছি। নিয়মিত ট্রেনের পাশাপাশি এই দুই জোড়া ট্রেনে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিবে ইনশাআল্লাহ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, স্পেশাল ট্রেন ১ সেপ্টেম্বর সকাল ৮ টা ১০ মিনিটে গফরগাঁও থেকে ছেড়ে তেজগাঁও পৌঁছাবে ১০ টা ৫০ মিনিটে।

একই দিন সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তেজগাঁও স্টেশন থেকে ছেড়ে গফরগাঁও পৌঁছাবে রাত ৮ টা ২০ মিনিটে। ২ সেপ্টেম্বর একই সময় সূচিতে স্পেশাল ট্রেন গফরগাঁও-তেজগাঁও যাতায়াত করবে।

শেয়ারনিউজ, ০১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে