ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাল সনদে পদ হারালেন সরকারি কৌঁসুলি

২০২৩ আগস্ট ৩১ ১৯:২১:৩৪
জাল সনদে পদ হারালেন সরকারি কৌঁসুলি

নিজস্ব প্রতিবেদক: নকল সনদ নিয়ে আইন ব্যবসা চালানোর অভিযোগে পদ হারিয়েছেন হবিগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল হক চৌধুরী। ৩৪ বছর ধরে আইন পেশায় নিয়োজিত এই আওয়ামী লীগ নেতা গত ৭ বছর ধরে পিপি পদে ছিলেন।

সিরাজুল হক চৌধুরীকে পিপি পদ থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবিগঞ্জের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর বিভাগ।

সিরাজুল হক চৌধুরীর জায়গায় সালেহ উদ্দিন আহমেদকে পিপি হিসেবে নবনিযুক্ত করা হয়েছে।

সালেহ উদ্দিন আহমেদ জানান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুস সালাম মন্ডলের সই করা চিঠিতে সিরাজুল হকের নিয়োগ বাতিল করে আমাকে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

তিনি জানান, চিঠির অনুলিপি জেলা ও দায়রা জজ এবং প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সলিসিটর বিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

ভুয়া সনদ নিয়ে আইন পেশায় থাকার অভিযোগ ছিল সিরাজুল হক চৌধুরীর বিরুদ্ধে। তিনি একই সঙ্গে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে